প্লেনের সিটগুলোতে মঙ্গলবার থেকে যাত্রী বসায় কোনো বিধিনিষেধ থাকছে না। প্লেন ভরেই যাত্রী নিতে পারবে এয়ারলাইন্সগুলো। মঙ্গলবার সন্ধ্যায় এক সার্কুলারে বিষয়টি জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচক জানায়, ন্যারো বডি বা ছোট এয়ারক্রাফটের ইকোনমি ক্লাসের শেষ সারি ও বিজনেস ক্লাসের ১টি সিট খালি রেখে বাকি সব সিটে যাত্রী নেওয়া যাবে।

এছাড়াও যেসব ওয়াইড বডি বা বড় সাইজের এয়ারক্রাফটের সিট সংখ্যা ৩০০ এর কম তারা ৯৫ শতাংশ যাত্রী নিতে পারবে। আর ৩০০ এর বেশি সিটের এয়ারক্রাফটের ৯০ শতাংশ সিটে যাত্রী নেওয়া যাবে।

একই সার্কুলারে বাংলাদেশে প্রবেশে করোনার আরটি পিসিআর টেস্টের বাধ্যবাধকতা তুলে নিয়েছে বেবিচক। করোনা প্রতিরোধকারী টিকার পূর্ণাঙ্গ ডোজ নিলেই বিমানবন্দর দিয়ে প্রবেশ করা যাবে বাংলাদেশে।

এআর/আইএসএইচ