বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সকে অন্যতম সেরা এয়ারলাইন্স হিসেবে স্বীকৃতি প্রদান করেছে সিঙ্গাপুরভিত্তিক নিউজ পোর্টাল ভয়েজ এশিয়ান ডট নিউজ। বৃহস্পতিবার মালদ্বীপের রাজধানী মালেতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কারর প্রদান করা হয়।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম ‌‘সেরা এয়ারলাইন্স’ এর ক্রেস্ট গ্রহণ করেন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভয়েজ এশিয়ানের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জুয়েলসহ মালদ্বীপের প্রবাসী বাংলাদেশি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২০২১ সালের ১৯ নভেম্বর শুরু হওয়া ঢাকা-মালে ফ্লাইটের এক বছর পূর্তিতে এ ধরনের একটি স্বীকৃতি ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রী সেবায় আরও বেশি প্রতিজ্ঞাবদ্ধ হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, ইউএস-বাংলা এয়ারলাইন্স ২০১৬ ও ২০২২ সালে বাংলাদেশ মনিটর কর্তৃক বেস্ট ডমেস্টিক এয়ারলাইন, ২০১৬ সালে প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (পিএটিএ), বাংলাদেশ চ্যাপ্টার এয়ারলাইন অব দ্যা ইয়ার-ভূষিত হয়েছিল।

এআর/এসকেডি