যাত্রীদের চাপ বৃদ্ধি পাওয়ায় ঢাকা থেকে সরাসরি হায়দ্রাবাদ রুটে ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে ভারতের বেসরকারি এয়ারলাইন্স প্রতিষ্ঠান ইন্ডিগো এয়ার। 

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ইন্ডিগো জানায়, আগে এ রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালিত হতো। আগামী সপ্তাহ থেকে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করা হবে। ফ্লাইটগুলো হবে শনি, মঙ্গল ও বৃহস্পতিবার। এ ৩ দিন দুপুর ২টায় ঢাকা থেকে ফ্লাইট উড্ডয়ন করে স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে হায়দ্রাবাদে অবতরণ করবে।

আরও পড়ুন : বাংলাদেশ থেকে ইন্ডিগো এয়ারলাইন্সের ওয়েবসাইট হ্যাক

এর আগে চলতি বছরের এপ্রিলে এ রুটে ফ্লাইট চালু করে ইন্ডিগো। তবে কয়েকদিনের মধ্যেই রুটটি স্থগিত করে তারা। পরে ১ নভেম্বর থেকে আবারও এ রুটে ফ্লাইট পুনরায় চালু করা হয়। 

ঢাকা-হায়দ্রাবাদ গন্তব্যে অত্যাধুনিক এয়ার বাস এ-৩২১ মডেলের উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। ফ্লাইটের রিটার্ন ভাড়া ধরা হয়েছে সর্বনিম্ন ২৩ হাজার টাকা।

বর্তমানে ঢাকা থেকে মুম্বাই, চেন্নাই, দিল্লি ও কলকাতা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে ইন্ডিগো।

এআর/এসকেডি