বিশ্বের ৫০টিরও বেশি দেশে করোনাভাইরাস প্রতিরোধী প্রায় ছয় কোটি টিকা পৌঁছে দিয়েছে এমিরেটস এয়ারলাইনস। এমিরেটস তাদের ফ্লাইটে ছয় ধরনের কোভিড-১৯ ভ্যাকসিন পরিবহন করেছে।

এক বিজ্ঞপ্তিতে এমিরেটস বাংলাদেশ জানায়, দুবাই হাবে কোভিড-১৯ টিকা সংরক্ষণ ও প্রস্তুতকারক দেশ থেকে ৬টি মহাদেশে পরিবহনের জন্য এমিরেটস স্কাইকার্গো একটি স্বতন্ত্র সুবিধা চালু করেছে। ২০২০ সালের অক্টোবর থেকে এটি কোভিড-১৯ টিকা পরিবহন সেবা দিয়ে আসছে।

২০২১ সালের জানুয়ারিতে ডিপি ওয়ার্ল্ড, দুবাই এয়ারপোর্ট ও ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান সিটির সঙ্গে এমিরেটস দুবাই ভ্যাকসিন লজিস্টিকস অ্যালায়েন্স গড়ে তোলে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে কোভ্যাক্স এর অধীনে বিভিন্ন দেশে কোভিড-১৯ টিকা পরিবহন তরান্বিত করার জন্যে এমিরেটস স্কাইকার্গো ইউনিসেফের সঙ্গে সহযোগিতা চুক্তিতে সই করে।

এআর/আরএইচ