নেপালে চলমান বিক্ষোভের কারণে দেশটির রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। এই গন্তব্যের উদ্দেশে ঢাকা থেকে রওনা হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট দীর্ঘক্ষণ কাঠমান্ডুর আকাশে চক্কর দিয়ে ফের ঢাকায় ফিরেছে। ফ্লাইটটিতে ১১৪ জন যাত্রী ছিলেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিমানবন্দর ও বিমান সূত্রে এসব তথ্য জানা যায়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাহমুদুল হাসান মাসুদ ঢাকা পোস্টকে জানান, নেপালের চলমান পরিস্থিতিতে হিমালয়া এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডুগামী ফ্লাইটটি কাঠমান্ডুতে অবতরণ করতে না পেরে ঢাকায় ফিরে আসতে বাধ্য হয়েছে।

এয়ারলাইন্স সূত্র জানায়, বিমানের বিজি-৩৭১ ফ্লাইটটি ঢাকা থেকে দুপুর পৌনে ১টায় কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়। প্রায় ১ ঘণ্টায় এটি কাঠমান্ডু বিমানবন্দরের পাশে গিয়ে অবতরণের অনুমতি না পেয়ে প্রায় ৫৫ মিনিট নেপালের আকাশে চক্কর দেয়। এরপর তারা জানতে পারে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। পাইলটের তড়িৎ সিদ্ধান্তে ফ্লাইটটি ফের বিকেল ৩টা ৪৫ মিনিটে ঢাকায় অবতরণ করে।

এর আগে মঙ্গলবার ভোর থেকে রাজধানী কাঠমান্ডুসহ সারা নেপালে বিক্ষোভ অব্যাহত ছিল। এ সময় উত্তেজিত জনতা একাধিক প্রভাবশালী নেতার বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়। আক্রমণের শিকার হয় ওলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাসভবনও। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কার্যালয়ও লক্ষ্যবস্তুতে পরিণত হয়।    

এআর/এমজে