সোমবার উড্ডয়নের আগমুহূর্তে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উড্ডয়ন স্থগিত করেছিল আবুধাবি থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০২৮ ফ্লাইট। 

মঙ্গলবার ত্রুটি সেরে স্থানীয় সময় মধ্যরাত ১টা ১২ মিনিটে আবারও উড্ডয়ন করে বিমানের ফ্লাইটটি। বাংলাদেশ সময় সকাল ৮টা ১৩ মিনিটে নিরাপদে বাংলাদেশে অবতরণ করেছে ফ্লাইটটি। 

বিমানের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-জনসংযোগ) তাহেরা খন্দকার ঢাকা পোস্টকে বলেন, ফ্লাইটটি সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এতে ১২০ জন যাত্রী ছিলেন।

বোয়িং-৭৩৭ মডেলের এয়ারক্রাফটি স্থানীয় সময় ভোর ৫টা ৪৫ মিনিটে আবুধাবি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। তবে উড্ডয়নের আগ মুহূর্তে এটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফ্লাইটটি আর উড়তে পারেনি। 

ফ্লাইটটি ত্রুটি সারাতে স্পেয়ার পার্টসের প্রয়োজন ছিল। রাতে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে পার্টস পাঠানো হয়। ত্রুটি মেরামত করেই রওনা হয় ফ্লাইটটি। ফ্লাইট মেরামতের সময়টুকু যাত্রীদের হোটেলে রাখা হয় বলে জানায় বিমান।

এআর/এনএফ