সৈয়দপুর থেকে কক্সবাজার রুটে শিগগিরই সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বুধবার (১৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-পিআর) তাহেরা খন্দকার। 

তিনি বলেন, ক্রমবর্ধমান যাত্রী চাহিদার কথা বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস শিগগিরই সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। 

তিনি আরও বলেন, বিমানের এই নতুন রুটটি পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোকে আকাশপথে সংযুক্ত করবে। এর মাধ্যমে দেশীয় পর্যটন শিল্পের বিকাশ ঘটবে এবং দেশের উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণ-পূর্বাঞ্চলের সেতুবন্ধন তৈরি হবে। অঞ্চল দুটির মধ্যে পর্যটন শিল্পের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতেও সাহায্য করবে বিমানের এই ফ্লাইট। শিগগিরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটের ফ্লাইট শিডিউল ঘোষণা করবে।      

এদিকে ১৫ জুলাই (বৃহস্পতিবার) থেকে ২২ জুলাই পর্যন্ত আরোপিত সব বিধিনিষেধ শিথিল করেছে সরকার। এর সঙ্গে সমন্বয় করে 
১৫ জুলাই থেকে জনসাধারণের চলাচলের জন্য অভ্যন্তরীণ রুটে দৈনিক ১৪টি ফ্লাইট পরিচালনার ঘোষণা দেয় রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থাটি। এর মধ্যে চট্টগ্রামে ৩টি, সৈয়দপুরে ৩টি, কক্সবাজারে ২টি, যশোরে ২টি, সিলেটে ২টি, রাজশাহীতে ১টি এবং বরিশালে ১টি করে ফ্লাইট পরিচালনা করা হবে।

এআর/জেডএস