আফ্রিকার যেকোনো গন্তব্যে ভ্রমণের জন্য যাত্রীদের ফ্রি লাগেজ সুবিধা দেবে এমিরেটস। আগামী ৯ আগস্ট থেকে আফ্রিকা গমনকারী যাত্রীরা এ সুবিধা পাবেন। বৃহস্পতিবার (৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে এমিরেটস জানায়, প্রথম এবং বিজনেস শ্রেণির যাত্রীরা জনপ্রতি ৬৪ কেজি পর্যন্ত লাগেজ সুবিধা পাবেন। ইকোনমি শ্রেণির সেভার, ফ্লেক্স এবং ফ্লেক্স-প্লাস ভাড়ায় ক্রয়কৃত টিকিটে যাত্রীরা জনপ্রতি ৪৬ কেজি (২পিস, প্রতি পিস ২৩ কেজি) ফ্রি লাগেজ সুবিধা পাবেন। অবশ্য, বিশেষ ভাড়ায় ভ্রমণকারী যাত্রীদের ক্ষেত্রে এই সুবিধা শুধুমাত্র ২৩ কেজির এক পিস লাগেজে সীমাবদ্ধ থাকবে।

বর্তমানে আবিদজান, আক্রা, আদ্দিস আবাবা, কায়রো, ক্যাসাব্লাঙ্কা, কোনাক্রী, ডাকার, দারেস সালাম, হারারে, জোহানসবার্গ (শুধুমাত্র ইনবাউন্ড), খার্তুম, লুয়ান্ডা, নাইরোবি এবং তিউনিসিয়ায় ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন দেশে ক্রমান্বয়ে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় ফ্লাইট সংখ্যা বাড়াচ্ছে এমিরেটস।  এরই মধ্যে ১২০টির অধিক গন্তব্যে পুনরায় ফ্লাইট শুরু করতে সক্ষম হয়েছে এমিরেটস।

এআর/এসকেডি