মালদ্বীপে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সকল কার্যক্রম পরিচালনায় সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ হাই কমিশন। 

রোববার (৩১ অক্টোবর) ইউএস-বাংলা এয়ারলাইন্সের সিনিয়র এক্সিকিউটিভ মো. শরিফুল ইসলামের সঙ্গে সাক্ষাৎকালে এ আশ্বাস দেন মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশনার রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। 
এ সময় হাই কমিশনের প্রথম সচিব মো. সোহেল পারভেজ উপস্থিত ছিলেন। 

সাক্ষাৎকালে মো. শরিফুল ইসলাম মালদ্বীপে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সব কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ হাই কমিশনের সহায়তা কামনা করেন। এরই পরিপ্রেক্ষিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। একইসঙ্গে মালদ্বীপে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট চালু করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান হাই কমিশনার।  

উল্লেখ্য, আগামী ১৯ নভেম্বর থেকে ঢাকা-মালে রুটে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রাথমিকভাবে সপ্তাহে ৩টি ফ্লাইট চালুর আশা সংশ্লিষ্টদের। 

এসকেডি