এক ভদ্রলোককে তার এক বন্ধু জিজ্ঞেস করলেন, দাম্পত্য জীবনে তুমি কি সুখী? ভদ্রলোক বললেন, `আমরা সপ্তাহে দুই দিন নিয়ম করেই রেস্তোরাঁয় যাই। সেখানে রাতের খাবারের পর গান শুনে হাঁটতে হাঁটতে বাসায় ফিরি। বল এটা কি সুখী দম্পতির বৈশিষ্ট্য নয়?`
বন্ধুটি কৌতুহল নিয়ে বললেন, `তা তোমরা কবে কবে রেস্তোরাঁয় যাও?`
`আমি রেস্তোরাঁয় যাই বুধবার আর আমার স্ত্রী যায় শুক্রবার`-ভদ্রলোকের জবাব।

***

শিক্ষক : বল তো সূর্য পশ্চিম দিকে ওঠে না কেন?
ছাত্র : আমি পরীক্ষায় পাস করি না বলে।
শিক্ষক : কেন?
ছাত্র : কারণ, আম্মু বলেছেন আমি যেদিন পাস করবো সেদিন নাকি সূর্য পশ্চিম দিকে উঠবে। তিন বছর ধরে আমি ফেল করে একই ক্লাসে আছি, তাই সূর্যও পশ্চিম দিক ওঠে না!

****

নিয়োগকর্তা : কি নাম আপনার?
প্রার্থী : MP
নিয়োগকর্তা : মানে কি?
প্রার্থী : মদন পাল।
নিয়োগকর্তা : তোমার বাবার নাম কি?
প্রার্থী : MP মানে মোহন পাল স্যার।
নিয়োগকর্তা : শিক্ষাগত যোগ্যতা?
প্রার্থী : MP
নিয়োগকর্তা : এর মানে আবার কি?
প্রার্থী : মেট্রিক পাস।
নিয়োগকর্তা : কী কারণে চাকরি দরকার?
প্রার্থী : MP- মানি প্রবলেম।
নিয়োগকর্তা : আপনি এখন আসুন।
প্রার্থী : আমার রেজাল্টটা স্যার?
নিয়োগকর্তা : MP
প্রার্থী : মানে স্যার?
নিয়োগকর্তা : মেন্টালি পাংচার!