চোরের ওভারটাইম
একদিন এক চোরকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ—
পুলিশ: তুই সাত দিনে দশ বাসায় চুরি করেছিস!
চোর: জ্বি স্যার।
পুলিশ: এটা কী করে সম্ভব!
চোর: কী করব স্যার, বড় সংসার। ওভারটাইম না করলে চলে না।

****

লাকি নাম্বার
পাঁচ হচ্ছে শাহেদের লাকি নাম্বার। তার জীবনে পাঁচের একটি বিশেষ প্রভাব আছে। সে জন্য রেসে পাঁচ নম্বর ঘোড়াটির ওপর বাজি ধরেছিলেন। রেস শেষে তার বন্ধু জানতে চাইলেন—
বন্ধু: নিশ্চয়ই তোমার ঘোড়াটা দৌড়ে জিতেছে?
শাহেদ: না, সেটা পঞ্চম স্থানে এসেছে।
***

স্ত্রীর ছবি সঙ্গে রাখার সুবিধা
স্ত্রী: আচ্ছা, তুমি সব সময় অফিসে যাওয়ার সময় ব্যাগে করে আমার ছবি নিয়ে যাও কেন?
স্বামী: অফিসে যখন আমি কোনো সমস্যায় পড়ি, তখন তোমার ছবিটি বের করে দেখলেই সব সমস্যার সমাধান হয়ে যায়, বুঝলে?
স্ত্রী: তাই নাকি! তাহলে দেখো, তোমার জন্য আমি কতটা সৌভাগ্যের!
স্বামী: হুম, আমার যখন সমস্যা আসে, তখন তোমার ছবি বের করে দেখি আর নিজেকে বলি, তোমার চেয়ে তো বড় কোনো সমস্যা পৃথিবীতে থাকতে পারে না। আর সঙ্গে সঙ্গে ছোট সমস্যাগুলো আর আমার কাছে সমস্যা বলে মনে হয় না।

****

এক তরুণী ভুল করে অন্য ট্রেনে উঠে পড়লো। পরের স্টেশনে নেমে এক খোড়া লোককে জিজ্ঞাসা করল,
‘এইটা কোন স্টেশন?’ কিন্তু হইচইয়ের কারণে উত্তর শুনতে না পেয়ে লোকটাকে ধরে টেনে বিশ্রাম কক্ষে নিয়ে গেল।

সেখানে নিয়ে আবার জিজ্ঞাসা করল, ‘এইটা কোন স্টেশন?’ লোকটি রাগান্বিত হয়ে বলল, ‘একশ বার কইরা কইলাম যে, এইডা রেল স্টেশন। আপনে বিশ্বাসই করতাছেন না!’