ট্রেনের টিকিট কাউন্টারের লাইন
ট্রেনের টিকিটের জন্য গিয়ে দেখি কাউন্টারের সামনে বিশাল লাইন। কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। এমন সময় এক লোক লাইন থেকে বেরিয়ে এসে বললো—
লোক: এই স্টেশন মাস্টারকে আমি খুন করব।

এই বলেই চলে গেলেন। তার একটু পরই তিনি ফিরে এলেন-
আমি: কী ভাই, খুন করতে পারলেন?
লোক: না ভাই।
আমি: কেন?
লোক: ওখানে এর চেয়েও বড় লাইন।

***

নিউটনের জীবনী
শিক্ষক: পল্টু, নিউটন সম্পর্কে কিছু জানো?
পল্টু: জানি স্যার!
শিক্ষক: বলো, কী জানো?
পল্টু: বিজ্ঞানীর নাম নিউটন। কাজ রহস্য উদঘাটন। বাড়ি ওয়াশিংটন। বাপের নাম কটন। ভাইয়ের নাম ছোটন। ছেলের নাম প্রোটন। প্রিয় হোটেল শেরাটন। প্রিয় খাবার মাটন। প্রিয় বন্ধুর নাম রতন। প্রিয় খেলার নাম ম্যারাথন। স্যার, আর কিছু?
শিক্ষক: আমার জন্য পানি আনো এক টন।

****

গভীর রাতে দুই মাতালের কাণ্ড
গভীর রাতে বাবু আর ডাবু নামের দুই মাতাল রেল লাইনের ওপর দিয়ে হেঁটে বাড়ি ফিরছে—
বাবু: হায় খোদা! জীবনে এত বড় লম্বা সিঁড়ি আর টপকাইনি। শেষই হচ্ছে না।
ডাবু: আরে সিঁড়ির কথা বাদ দে! আমি চিন্তা করতেছি রেলিংগুলা এত নিচে দিলো ক্যান? কত ঝুঁকতেছি মাগার হাতে নাগালই পাই না!