আজকের জোকস : ১৩ অক্টোবর, ২০২২
ভাবীর হাতের রান্না
বাবুর অফিসের কাজে মন বসে না। তার গা ম্যাজম্যাজ করে, মেজাজটাও খারাপ হয়ে থাকে। বস একদিন ডাকলেন তাকে—
বস: শোনো, এভাবে তো চলবে না। তোমাকে চাঙা হতে হবে। আমারও এরকম হতো আগে। তখন কী করতাম জানো? লাঞ্চ আওয়ারে বাড়ি চলে যেতাম। তোমার ভাবীর হাতের মজার রান্না খেয়ে, ঘন্টাখানেক তাকে চুটিয়ে গল্প করতাম। এরপর থেকে আমি একদম চাঙা, কোনো সমস্যা হয় না। তুমিও ওরকম একটা কিছু করে দেখো, ফল পাবে।
সপ্তাখানেক পর বস দেখলেন, অফিসে বাবুর কাজ চলছে দারুণ। টেলিফোন, ফ্যাক্স, কম্পিউটার নিয়ে দক্ষযজ্ঞ কান্ড একেবারে। বস হাসলেন আর বললেন—
বিজ্ঞাপন
বস: কী মিয়া, পরামর্শ কাজে লাগলো?
বাবু: জ্বি স্যার, একেবারে হাতে হাতে। আর ভাবীর হাতের রান্না তো অপূর্ব!
****
বিজ্ঞাপন
ইচ্ছা পূরণ
এক ধনাঢ্য ব্যক্তি একবার একটি অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন—
ব্যক্তি: আমি যেদিন প্রথম শহরে আসি, তখন আমার পকেটে ছিল এক টাকা। একদিন এক বৃদ্ধা আমাকে বললেন, বেটা, তুই যদি তোর সব অর্থ আমাকে দিয়ে দিস, তোর মনের ইচ্ছা পূরণ হবে। আমার কাছে এক টাকাই ছিল, আমি তাকে সেই টাকাটা দিয়ে দিলাম। ফলাফল, আজ আমি এই অবস্থানে।
বক্তৃতা শেষে নিজের আসনে গিয়ে বসলেন লোকটি। এক বৃদ্ধা এসে তাকে বললেন, বেটা, তুই যদি তোর সমস্ত অর্থ আমাকে দিয়ে দিস, তোর মনের ইচ্ছা পূরণ হবে!
***
শালি যখন বিশ্বসুন্দরী
ছোট বোন: আচ্ছা আপু আমি কি খুব সুন্দরী?
বড় বোন: কেন?
ছোট বোন: সাজলে নাকি আমাকে খুব সুইট লাগে।
বড় বোন: এই মিথ্যা কথা তোকে কে বলেছে?
ছোট বোন: দুলাভাই তো বলল আমি নাকি তার চোখে বিশ্বসুন্দরী।