ভাগ্যিস সেকালে জন্ম হয়নি
এক ছাত্র তার বন্ধুকে চিৎকার করে ‘নিহা’ বলে ডাকছে—
শিক্ষক: এই নিরঞ্জন, তুমি নিহা বলে কাকে ডাকছ?
ছাত্র: আমার বন্ধুকে স্যার।
শিক্ষক: নিহা কোনো ছেলের নাম হতে পারে?
ছাত্র: না, মানে ওর আসল নাম নিরঞ্জন হালদার স্যার! আমরা সংক্ষেপে নিহা বলে ডাকি।
শিক্ষক: ভাগ্যিস তোদের কালে আমার জন্ম হয়নি। আমার নাম তো শান্তনু লাহিড়ী। তোরা তো তবে ‘শালা’ বলে ডাকতি।

****

পানির সমস্যা নেই
এক ভাড়াটিয়া নতুন বাসা খুঁজেতে গিয়ে বাড়ির মালিককে বললেন—
ভাড়াটিয়া: এই বাড়ির পানির ব্যবস্থা কেমন?
মালিক: কল দিয়ে পানি না পড়লেও বর্ষাকালে ছাদ দিয়ে পানি পড়ে।

***

উল্টা দৌড়ের সুবিধা
এক বিকেলে মন্টু পার্কে হাঁটতে গেছে। হঠাৎ সে দেখল এক লোক উল্টা হয়ে দৌড়াচ্ছেন। তাকে থামিয়ে মন্টু জিজ্ঞাসা করলো
মন্টু: আঙ্কেল, আপনি উল্টা দৌড়াচ্ছেন কেন?
ভদ্রলোক: ডাক্তার ওজন কমানোর জন্য দৌড়ানোর পরামর্শ দিয়েছিলেন।
মন্টু: সে তো ভালো কথা।
ভদ্রলোক: হ্যাঁ, দৌড়াতে দৌড়াতে একদিন মাপতে গিয়ে দেখি ওজন বেশি কমে গেছে। তাই এখন আবার বাড়ানোর জন্য উল্টা হয়ে দৌড়াচ্ছি।