নিজের মস্তিষ্ককে পরখ করার সেরা উপায় ধাঁধা। এটা মূলত বুদ্ধির খেলা। ছোটবেলায় আমরা প্রায় সবাই বিভিন্ন রকম ধাঁধার উত্তর খোঁজার চেষ্টা করেছি। দু-চার লাইনের ছড়ার মধ্যে দিয়ে সেই সব ধাঁধার উত্তর খুঁজতে বেশ মজাই লাগতো। 

কখনও আবার সহজ কিছু প্রশ্নের মধ্যেই লুকিয়ে থাকত উত্তর। আর সবচেয়ে বড় কথা, ধাঁধার উত্তর খোঁজার জন্য মগজাস্ত্রের ব্যবহারও প্রচুর পরিমাণে করত হয়। যার মস্তিষ্ক উর্বর, সে-ই খুঁজে বের করতে পারে ধাঁধার উত্তর।

আমাদের সবারই পারিবারিক আড্ডায় আজও বসে ধাঁধার আসর, যেগুলোর উত্তর খুঁজতে রীতিমতো মাথা ঘামাতে হয়। আজ আপনার জন্য নিয়ে তেমনই কিছু ধাঁধা উপস্থাপন করা হচ্ছে, যেগুলি শুনতে কঠিন লাগলেও আসলে উত্তরগুলো খুবই সোজা। এখন দেকার পালা আপনার মস্তিষ্ক জোর! 

১. তিন অক্ষরে নাম যার সবার ঘরে রয়, প্রথম অক্ষর বাদ দিলে সর্ব লোকে খায়, পেট তার কেটে দিলে মধুর গান গায়, শেষ অক্ষর বাদ দিলে খুব কামরায়। 

২. দুই অক্ষরে নাম তার বহু লোকে খায়, শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায়।

৩. বলতে পার কোন সে দেশ সূর্য উঠে না, কোন সে দেশে পানিও নাই, মানুষ থাকে না।

৪. আম নয়, জাম নয়, গাছে নাহি ফলে, তবু সবাই তারে পায়, ফল নামে বলে।

৫. হাত নাই, পা নাই, এ কেমন রসিক নাগর, আনায়েসে পার হয় নদী কিংবা সাগর।

৬. তিন অক্ষর নাম বাঙ্গালিরা খায়, মাঝের অক্ষর গেলেও একই জিনিস হয়, প্রথম অক্ষর বাদ দিলে শীত পোশাক হয়, শেষের অক্ষর বাদ দিলে চিনের খাবার হয়।

৭. তিন অক্ষরে নাম তার মেয়েরা গায়ে মাখে, প্রথম অক্ষর বাদ দিলে গাছ বেয়ে উঠে, মাঝের অক্ষর বাদ দিলে গাছে ফলে থাকে, শেষের অক্ষর বাদ দিলে হাঁটার পথ থাকে।

৮. দুই অক্ষরে নাম তার লজ্জা নিবারণী, প্রথম অক্ষর বাদ দিলে আমার জননী, শেষের অক্ষর বাদ দিলে ভাসুর ঘরণী।

৯. নেপোলিয়ান কোন যুদ্ধে মারা গিয়েছিলেন? 

১০. কোন প্রাণির বুদ্ধি সবচেয়ে উঁচুতে থাকে?

ধাঁধার উত্তর - (ক্রমানুসারে) বিছানা, পান, সন্দেশ, পরীক্ষার ফল, নৌকা/জাহাজ, চাউল, আলতা, জামা, জীবনের শেষ যুদ্ধে, জিরাফ

সূত্র : আজতাক বাংলা