ইন্স্যুরেন্স করা হয়নি

বাবা পুকুরে নেমে গোসল করছে। মা ও ছেলে পুকুর পাড়ে দাঁড়িয়ে দেখছে। হঠাৎ ছেলেটি বলল-

ছেলে : মা আমিও বাবার সঙ্গে পুকুরে গোসল করবো।

মা : না বাবা, তোমার এখনো ইন্স্যুরেন্স করা হয়নি।

*****

গুনতে সুবিধা হবে

বিক্রেতা : এই নাও, তোমাকে ওজনে একটু কম দিলাম, বাসায় নিয়ে যেতে সুবিধা হবে।

বল্টু : এই নিন টাকা।

বিক্রেতা : এ কী, মাছের দাম তো একশ’ টাকা, দশ টাকা দিলে কেন?

বল্টু : টাকা একটু কম দিলাম, আপনার গুনতে সুবিধা হবে।

***
পালক ছেঁটে দেবে

এক মোরগ আর এক হাঁসকে অপরাধ করার জন্য জেলখানায় ঢোকানো হয়েছে। তাদের মন খুব খারাপ। হাঁসটি মোরগকে জিজ্ঞেস করল-

হাঁস : আচ্ছা ভাই, এরা কি আমাদের পালক ছেঁটে দেবে?

মোরগ : আমি তো ঠিক বলতে পারব না; তুমি বরং ঐ কোণায় বসে থাকা ইঁদুরটাকে জিজ্ঞেস কর।

হাঁস তখন ইঁদুরকে জিজ্ঞেস করল-

হাঁস : আচ্ছা ইঁদুর ভাই, এরা কি আমাদের পালক ছেঁটে দেবে?

ইঁদুর : আমি ইঁদুর নই, আমি সজারু!