শেষনাগের কোলে শুয়ে

স্বামী তার স্ত্রীর কোলে মাথা দিয়ে শুয়ে আছে। স্ত্রী রোমান্টিক ভাবে জিজ্ঞাসা করল-

স্ত্রী : এই... কেমন লাগছে গো...?

স্বামী : মনে হচ্ছে আমি ভগবান শ্রী বিষ্ণু। শেষনাগের কোলে শুয়ে আছি...।’

****

যৌতুকবিরোধী আন্দোলন

গ্রামের এক সভায় মোড়ল-

মোড়ল : আগামী মাস থেকে আমরা যৌতুকবিরোধী আন্দোলনে নামব।

জনৈক : এ মাসে নয় কেন?

মোড়ল : কারণ এ মাসে আমার ছেলের বিয়ে, আর আগামী মাসে আমার মেয়ের বিয়ে।

****

আপনি তো বোকা নন

একদিন ক্লাসে শিক্ষক তার সোনার আংটিটা একটা গ্লাসের পানিতে ডুবিয়ে ছাত্রকে প্রশ্ন করলেন-

শিক্ষক : বল তো, এই আংটিটাতে মরিচা ধরবে কি না?

ছাত্র : ধরবে না স্যার।

শিক্ষক : গুড, ভেরি গুড। তাহলে বল তো, কেন ধরবে না?

ছাত্র : স্যার, আপনি তো বোকা নন। যদি পানিতে রাখলে মরিচা ধরতো, আপনি কখনোই আপনার সোনার আংটিটা পানিতে রাখতেন না।

****

পড়ায় মনযোগী ছিলাম

শিক্ষক : কাল রাতে কে কয়টা পর্যন্ত পড়েছিলি?

আমিনা : স্যার আমি রাত ১২টা পর্যন্ত পড়েছিলাম।

শিক্ষক : কাল রাতে তো ৯টার পরে কারেন্ট ছিল না, তা তুই পড়লি কীভাবে?

আমিনা : পড়ায় এত মনযোগী ছিলাম যে, কখন কারেন্ট চলে গেছে বুঝতেই পারিনি।