ঢাবি এসএম হল ছাত্রদলের নেতৃত্বে রনি-তরিকুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব ও সদস্য সচিব আমানউল্লাহ আমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী আবদুর রহিম রনি এবং সাধারণ সম্পাদক হয়েছেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১০-১১ সেশনের শিক্ষার্থী তরিকুল ইসলাম তারিক। তারা উভয়ই একইসঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে দায়িত্বপ্রাপ্ত নেতাদের আগামী ১৫ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়।
কমিটি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব ঢাকা পোস্টকে বলেন, কিছু জটিলতার কারণে বিলম্ব হলেও আমরা এসএম হলে নতুন কমিটি উপহার দিতে পেরেছি। ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে ভোটের মাধ্যমে তারা দুজন নির্বাচিত হয়েছেন। মোট ১১টি ভোটের মধ্যে সভাপতি ৭টি এবং সাধারণ সম্পাদক ৫টি ভোট পেয়েছেন। দ্রুত কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০২০ সালের ২২ মার্চ সলিমুল্লাহ মুসলিম হল ব্যতিত ছেলেদের ১২টি হলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। পদপ্রত্যাশীদের দাবির মুখে অবশেষে প্রায় দুই বছর পর আজ এসএম হলের কমিটি ঘোষণা করা হয়। তবে মেয়েদের হলগুলোতে কর্মী সংকটের কারণে এখনো কমিটি ঘোষণা করতে পারেনি ঢাবি ছাত্রদল।
এইচআর/আইএসএইচ