জবির ছাত্রী হলে আসন পেল ১২০০ ছাত্রী
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে আসন পেয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও শিক্ষাবর্ষের ১২০০ ছাত্রী। আসন পাওয়া ছাত্রীদের আগামী ১০ মার্চের মধ্যে নির্ধারিত কাগজপত্র ও বার্ষিক ফি ৫২৬৫ টাকা জমা দিতে হবে। ছাত্রীদের হলে প্রবেশের সময়সীমা রাত ৯টা পর্যন্ত।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, হলে সিট প্রাপ্ত ছাত্রীদের কাগজপত্র (আবেদন ফর্ম, নগদ কিংবা রকেট অথবা শিওরক্যাশের মাধ্যমে ৫২৬৫ টাকা পরিশোধকৃত জমার রশিদ, হলে বসবাসের শর্তাবলীর অভিভাবক ও ছাত্রীর স্বাক্ষরিত কপি, অঙ্গিকারনামা ও পাসপোর্ট সাইজ ছবি) আগামী ২ মার্চ থেকে ১০ মার্চের মধ্যে হলের হাউজ টিউটরের কাছে জমা দিতে হবে।
এ বিষয়ে হল প্রভোস্ট ড. শামীমা বেগম বলেন, অনেক চেষ্টার ফলে আমরা ১২শ জনের তালিকা প্রকাশ করতে পেরেছি। আগামী ১৭ মার্চ এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে ছাত্রীদের আনুষ্ঠানিকভাবে হলে উঠাতে সবার সহযোগিতা চাই।
বিজ্ঞাপন
গত বছরের ১ অক্টোবর বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে আসন বরাদ্দের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করে কর্তৃপক্ষ। আবেদন গ্রহণ করা হয় ১৫ অক্টোবর পর্যন্ত। ১৬তলা বিশিষ্ট হলটির ১৫৬টি কক্ষে ছাত্রীদের থাকার ব্যবস্থা রয়েছে। হলের নিচতলা ও দোতলায় রয়েছে লাইব্রেরি, ক্যান্টিন ও ডাইনিং।
এমটি/এসএসএইচ