ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ২০২০ সালের এইচএসসি উত্তীর্ণরা।

রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করছেন শিক্ষার্থীরা। এর আগে তারা বেলা ১১টায় রাজধানীর ঢাকা কলেজের সামনে জড়ো হন। পরে সেখান থেকে একটি মিছিল নিয়ে নীলক্ষেত মোড় অবরোধ করেন।

এ সময় তারা ‘উই ওয়ান্ট সেকেন্ড টাইম; সেকেন্ড টাইম কেন নাই, প্রশাসন জবাব চাই; শেখ হাসিনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই; আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে, দাবি মোদের সেকেন্ড টাইম, মানতে হবে মানতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।

আন্দোলনের সমন্বয়ক মহিদুল ইসলাম দাউদ বলেন, আমরা গত ৩ মাস ধরে আন্দোলন করছি। কিন্তু ঢাবি কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য দিচ্ছে না। আমাদের দাবির পক্ষে ইতোমধ্যে শিক্ষামন্ত্রী, ইউজিসি এমনকি ঢাবির অনেক শিক্ষক সমর্থন জানিয়েছেন। এটা আমাদের অধিকার।

তিনিয়া আরও বলেন, পৃথিবীর অনেক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রয়েছে। জাহাঙ্গীরনগর ও মেডিকেলেও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। তাহলে অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে কেন থাকবে না? অতিদ্রুত আমাদের দাবি মেনে নেওয়ার জোর দাবি জানাচ্ছি।

ঢাকা কলেজ শিক্ষার্থী আবির মাহমুদ বলেন, একবারে একজন শিক্ষার্থীকে কোনোভাবেই বিচার করা যায় না। তার মেধাকে কাজে লাগাতে আরও একবার সুযোগ দেওয়া উচিত। অনেকের ইচ্ছা থাকে ঢাবিসহ ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করার। ঢাবির অবস্থান ৫০০ বিশ্ববিদ্যালয়ের বাইরে। কিন্তু পৃথিবীর বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রয়েছে যেগুলোর অবস্থান ৫০০ এর ভিতরে। আমরা চাই আমাদের এই ন্যায্য দাবি মেনে নেওয়া হোক।

ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী রাফি হাসান বলেন, করোনার কারণে আমরা ২০২০ ব্যাচের শিক্ষার্থীরা নানাভাবে ক্ষতির মুখোমুখি হয়েছি। একজন শিক্ষার্থী হিসেবে পরিবার, সমাজ থেকে কতটা লাঞ্ছনার শিকার হয়েছি তা বলে বোঝাতে পারব না। আমদের অধিকার ফিরিয়ে দিন। ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দিন।

এদিকে দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৫ অক্টোবর অধিক শিক্ষার্থীর চাপ সামলানো, ভর্তি পরীক্ষায় জালিয়াতি বন্ধ করা, সবাইকে সমান সুযোগ দেওয়া, মেধাবীদের সুযোগ দেওয়াসহ নানা কারণে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা পদ্ধতি বাতিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়। এরই ধারাবাহিকতায় পরে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। এরপর থেকেই বিভিন্ন সময় ঢাবিসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা।

এইচআর/এমএইচএস