সবুজ ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখেন তারা
পাহাড়, সবুজ আর নান্দনিক সৌন্দর্য্যে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। আয়তনে দেশের সর্ববৃহৎ এ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে আছে ময়লা-আবর্জনা আর উচ্ছিষ্ট। ফলে দুর্গন্ধময় পরিস্থিতি ম্লান করে দিচ্ছে সুবিশাল ক্যাম্পাসের সৌন্দর্যকে।
তবে ক্যাম্পাসের সৌন্দর্য ফিরিয়ে আনতে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন ক্যাম্পাস’। ভাষার মাস উপলক্ষে গ্রহণ করা এই কর্মসূচি গত ১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদ প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু হয়।
বিজ্ঞাপন
এই কর্মসূচিতে ৬ তারিখ কেন্দ্রীয় গ্রন্থাগার, ৯ তারিখ বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন, ১৩ তারিখ লেডিস ঝুপড়ি, ১৬ তারিখ কলা অনুষদ ঝুপড়ি, ২০ তারিখ সমাজ বিজ্ঞান ঝুপড়ি, ২২ তারিখ শহীদ মিনার ও বুদ্ধিজীবী চত্বর, ২৪ তারিখ ব্যবসায়ে প্রশাসন ও সমাজ বিজ্ঞান অনুষদ এবং শেষ দিন আজ (২৮ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় খেলার মাঠ ও আইন অনুষদ চত্বর পরিষ্কার করেন।
বিজ্ঞাপন
গত ৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় গ্রন্থাগার এবং মুক্তমঞ্চ চত্বর পরিষ্কারে তাদের সঙ্গে যুক্ত হন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান। এ সময় তিনি ঢাকা পোস্টকে বলেন, ক্লিন ক্যাম্পাসের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে সবাই সচেতন হবে এবং আবর্জনা বিহীন পরিচ্ছন্ন ক্যাম্পাস দেখতে পাব আমরা।
রেজিস্ট্রার আরও বলেন, যেহেতু আমাদের বিশাল ক্যাম্পাস এবং শিক্ষার্থী সংখ্যাও অনেক। সে জন্য ব্যবস্থাপনার আরও উন্নতি দরকার। আমরা সেদিকে নজর দিচ্ছি। এসব ময়লাকে কেবল পুড়িয়ে ফেললেই হবে না। বরং আবর্জনার 'রিসাইক্লিং' পদ্ধতি নিয়ে ভাবছি। আবর্জনা নামক সম্পদটি কেমন করে উপযোগীভাবে ব্যবহার করা যায় সে জন্য বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করছি।
সংগঠনের অ্যাম্বাসেডর হেড লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী তাহলিল সাকিফ বলেন, এই ক্যাম্পাস আমাদের। পরিচ্ছন্ন রাখাও আমাদের দায়িত্ব। বাহির থেকে কেউ এসে এখানে কেউ ময়লা ফেলে যাবে না। তবে প্রশাসনের পক্ষ থেকে এসব ময়লা আবর্জনা ফেলার জন্য পর্যাপ্ত ডাস্টবিন এবং লোকবল নিয়োগ দরকার।
সংগঠনটির উপদেষ্টা মারুফ ইসলাম ঢাকা পোস্টকে বলেন, প্রতিষ্ঠার পর থেকে ক্যাম্পাসে অনেকবার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন চালিয়েছি। এবার মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করলাম। প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকতা পাচ্ছি। আশাকরি আগামী দিনে পরিচ্ছন্ন ক্যাম্পাস উপহারে প্রশাসন উদ্যোগ গ্রহণ করবে।
রুমান/আরআই