জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টরিয়াল বডিতে নতুন একজন সহকারী প্রক্টর নিযুক্ত হয়েছেন। এ আদেশ চলতি বছরের ১ মার্চ থেকে কার্যকর হওয়ার কথা। তবে অফিস আদেশে সেটি ১ মার্চ, ২০২০ থেকে কার্যকরের কথা বলা হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওহিদুজ্জামানের স্বাক্ষর করা অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৫(১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন নিয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক খালেদ সাইফুল্লাহকে দুই বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। এ আদেশ ১ মার্চ ২০২০ (২০২২) থেকে কার্যকর হবে। নিয়ম অনুযায়ী তিনি দায়িত্ব ভাতা পাবেন।

অফিস আদেশে ভুল ও নতুন নিযুক্ত হওয়ার বিষয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক খালেদ সাইফুল্লাহ বলেন, বাসায় থাকার কারণে অফিস আদেশ আমি এখনও পাইনি। তবে আমি একবার দেখেছিলাম এটাতে ভুল আছে। তাড়াহুড়া করতে গিয়ে ভুল হয়ে গেছে। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্যে এটি অস্বস্তিকর একটি বিষয়।

প্রসঙ্গত, বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিতে একজন প্রক্টর ও নতুন সহকারী প্রক্টরসহ ১৩ জন সহকারী প্রক্টর রয়েছেন।

এমটি/এমএইচএস