আমরণ অনশনে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীরা/ ছবি: ঢাকা পোস্ট

কারিগরি ত্রুটির অভিযোগ তুলে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের দাবিতে এবার আমরণ অনশন পালন করছেন অনুত্তীর্ণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে তারা অনশন শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন- ঢাবির সাবেক শিক্ষার্থী জুবায়ের আহমেদ, ইডেন কলেজের জীবন আক্তার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ আবু ফজল।

এ সময় তারা অভিযোগ করে বলেন, ওএমআর ওভারল্যাপিং অথবা টেকনিক্যাল ত্রুটির কারণে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফলে অনেক ভালো ফলপ্রত্যাশীরাও অপ্রত্যাশিতভাবে বাদ পড়েছেন। আমরা এক হাজারের ওপর শিক্ষার্থী খুব আশাবাদী থাকা সত্ত্বেও বাদ পড়ে গেছি, যা কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না। আমরা সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) কোন দায় দিচ্ছি না, টেকনিক্যাল ত্রুটি বা সফটওয়্যারজনিত সমস্যার কারণে আমাদের ফলাফলে কোনো সমস্যা হতে পারে তাই আমরা পুনর্মূল্যায়ন দাবি করছি।

অনশন অব্যাহত রাখার কথা জানিয়ে তারা বলেন, আমরা পিএসসির সামনে, প্রেসক্লাবে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছি। পিএসসি কর্তৃপক্ষের কাছে এ আবেদনপত্রও দাখিল করেছি। কিন্তু কর্তৃপক্ষ থেকে আমরা কোনো সাড়া পাচ্ছি না। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখানে আমরণ অনশন অব্যাহত রাখব।

এর আগে তারা একই দাবিতে ৭ ফেব্রুয়ারি সরকারি কর্ম কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করেন।

এফআর