চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আইন অনুষদের পাশে আগুন লেগে গাছপালা পুড়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন প্রক্টর। শুক্রবার (১১ মার্চ) বেলা সাড়ে ১২টায় এই ঘটনা ঘটে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, জুমার নামাজের আগে আগুন লাগার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা হাটহাজারী ফায়ার সার্ভিসে খবর দিলে তারা অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ছোট কিছু গাছপালা পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার সাথে সাথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

রুমান/আরআই