বিদ্যুৎবিভ্রাটে দুর্ভোগে কুবির শিক্ষক-শিক্ষার্থীরা
বিদ্যুৎবিভ্রাট চরম আকার ধারণ করায় দুর্ভোগে পড়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তারা। গত ১৬ মার্চ রাত থেকে মেয়েদের নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হল, ছেলেদের বঙ্গবন্ধু হলের পুরাতন অংশ, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, উপাচার্যের বাসভবন, শিক্ষক-কর্মকর্তাদের ডরমিটরিসহ প্রায় সকল ভবনেই এ বিদ্যুৎ সংকট দেখা দেয়।
শিক্ষার্থীরা বলছেন, প্রচণ্ড গরমে টানা দুইদিন ধরে এমন বিদ্যুৎ সংকটে স্বাভাবিক কাজকর্ম করতে বেগ পেতে হচ্ছে।
বিজ্ঞাপন
কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী শাহজাহান আল সাদাফ বলেন, সামনে পরীক্ষা, কিন্তু কয়েকদিন ধরে বিদ্যুৎ বিভ্রাটে শান্তিতে পড়াশোনা করা যাচ্ছে না। একদিকে গরম, অন্যদিকে মশার প্রকোপ। বিশেষ করে যারা উপরের তলায় থাকেন তাদের তো বিদ্যুৎ না থাকায় গরমে আরও খারাপ অবস্থা যাচ্ছে।
নবাব ফয়জুন্নেসা হলের আবাসিক শিক্ষার্থী ফাতেমা আক্তার বলেন, বিদ্যুৎ না থাকার কারণে আমাদের ওয়াইফাইও বন্ধ। ফলে অনলাইন কার্যক্রমে অনেক ব্যাঘাত ঘটছে। এর মধ্যে মোবাইলে চার্জ না থাকায় পরিবারের সাথে যোগাযোগও করতে পারছি না। আবার খাওয়ার এবং গোসল করার পানির সংকট দেখা দিয়েছে।
বিজ্ঞাপন
এ সমস্যার সমাধান নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. জাকির হোসেন বলেন, মূল ফটকের কাছে হলের লাইনগুলোতে সমস্যা দেখা দেওয়ায় বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল রাখা যাচ্ছে না। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, এখনো সাবস্টেশনে আছি। দ্রুতই সমস্যার সমাধান হবে।
জাভেদ রায়হান/আরআই