সড়ক দুর্ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। সোমবার (২১ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১১তম ব্যাচের হাবিব হৃদয় এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১০ম ব্যাচের আরিফ ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা সাইফুল। আহতদের মধ্যে হাবিব হৃদয় গুরুতর অবস্থায় কুমিল্লা ট্রমা সেন্টারের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন আছেন। বাকি দুজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

কুমিল্লা ট্রমা সেন্টারের নিবিড় পরিচর্যা কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. নুর বলেন, আহত হৃদয়ের মাথার সামনের অংশে গুরুতর আঘাত রয়েছে। আইসিইউতে ওর চিকিৎসা চলছে।

জানা গেছে, হৃদয়, আরিফসহ কয়েকজন মোটরসাইকেলযোগে লালমাই থেকে কুমিল্লার রেসকোর্সে যাচ্ছিলেন। এ সময় বিজয়পুর রেলক্রসিং এলাকায় আসলে মোটরসাইকেলটি সড়কের পাশের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়।

লাকসাম হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মাখসুদ আহমেদ বলেন, দুর্ঘটনা রাতে ঘটেছে। বিষয়টি আমরা জানতে পারিনি। এ বিষয়ে কেউ অভিযোগও করেনি। তবু খোঁজ নিয়ে বিষয়টি জানার চেষ্টা করছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, রাতে সড়ক দুর্ঘটনায় আমাদের দুইজন ছাত্র আহত হয়েছে বলে শুনেছি। আমি খোঁজখবর রাখছি, ঠিকভাবে চিকিৎসা হচ্ছে কি না। এছাড়া বিজয়পুর ইউনিয়নের চেয়ারম্যানকেও বিষয়টি দেখতে বলেছি।

এসপি