ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে মুজিব জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার হল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাবি আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমেদ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন এবং ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া বক্তব্য রাখেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির ইতিহাসের মহানায়ক। বিশ্বের অসহায়, নিপীড়িত ও নির্যাতিত মানুষের আন্দোলন সংগ্রামের রোল মডেল তিনি। বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বারবার তাকে কারাবরণ করতে হয়েছিল। মানুষের মুক্তির জন্য সারাজীবন তিনি সংগ্রাম করে গেছেন। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে ও তার দেখানো পথ অনুসরণ করে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

আপসহীন মহান নেতা বঙ্গবন্ধুর জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে সুযোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠে দেশের সেবা ও উন্নয়নে কাজ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

এইচআর/এনএফ