নেপালের মেয়ে সৃজানা। সামনে তার বিয়ে। বিয়েতে যোগ দেওয়া হবে না বন্ধুদের। কিন্তু তাতে কী? ক্যাম্পাসেই বন্ধুর গায়ে হলুদের অনুষ্ঠান করল সহপাঠীরা। এমনই ঘটনা ঘটেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ক্যাম্পাসে। 

সৃজানা বি সি বিশ্ববিদ্যালয়ের ১৭তম ব্যাচের কৃষি অনুষদের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কৃষি বনায়ন রিসার্চ ফিল্ডের পাশে বাংলাদেশের সংস্কৃতিতে তার গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন করে কৃষি অনুষদের কয়েকজন শিক্ষার্থী। অনুষ্ঠানে আইবুড়ো ভাত, আলতা এবং গায়ে হলুদ দেওয়া হয়।

গায়ে হলুদ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষি অনুষদের সহকারী অধ্যাপক সুব্রত কুমার প্রামাণিক, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের সহকারী অধ্যাপক মাসুমা পারভেজ। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য নেপালি শিক্ষার্থী।

কনে সৃজানা উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হচ্ছে। আমি কখনোই ভাবিনি যে আমার বন্ধুরা গায়ে হলুদের আয়োজন করবে। আমাদের নেপালের সংস্কৃতি এমন নয়। বাংলাদেশে গায়ে হলুদ আমার জীবনে বিশেষ স্মৃতি হয়ে থাকবে।

এসপি