সমৃদ্ধ বাংলা ভাষার সাহিত্যকর্ম বিশ্বব্যাপী পাঠকদের জন্য অনুবাদ করা উচিত বলে মনে করেন বাংলা একাডেমির সভাপতি প্রখ্যাত ঔপন্যাসিক সেলিনা হোসেন। শনিবার (৭ মে) এ বিষয়ে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এনডিইউবি)-এর শিক্ষার্থীদের কাছে বৈশ্বিক স্বার্থ বিবেচনায় ইংরেজিতে অনুবাদের কাজটি করার জন্য অনুরোধ করেন।

তিনি বলেন, শিক্ষার্থীরা বাংলা ভাষার মাহাত্মকে ধারণ করে বিশ্ববাসীর কাছে পৌঁছাতে পারলে সবাই আলোকিত হবে। জাতির জন্য নটর ডেম বিশ্ববিদ্যালয়ের অবদান আরও বেশি বিকশিত হবে। সামার ২০২২ ট্রাইমেস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিনা হোসেন এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়টিতে সামার ট্রাইমেস্টারের ভর্তি পরীক্ষা ২৪ এপ্রিল অনুষ্ঠিত হয় এবং ঈদুল ফিতর ও অন্যান্য অনুষ্ঠানের ছুটির পর ৮ মে থেকে নিয়মিত ক্লাস শুরু হতে চলেছে।

অনুষ্ঠানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ফাদার আদম এস. পেরেরা, সিএসসি বলেন, আমরা সীমিত পরিসরে শুরু করলেও আমাদের পরিকল্পনা অনুযায়ী আমাদের কার্যক্রম সম্প্রসারণ করছি।

নতুন শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে তিনি বলেন, এখানে চার বছরের প্রোগ্রাম উজ্জ্বল ক্যারিয়ার গঠনে সুযোগ তৈরি করে দেবে যদি শিক্ষার্থীরা আমাদের নির্দেশিকা এবং শেখার পদ্ধতি অনুসরণ করেন। এখানে নিয়মিত ক্লাসে যোগদান করে পড়াশোনা শেষ করার পর এখনকার থেকে নিজেকে আলাদা করতে পারবে। নিজেকে প্রতিযোগিতামূলক বিশ্বের জন্য যথেষ্ট যোগ্য খুঁজে পাবে।

তিনি অভিভাবকদের শিক্ষার্থীদের পরামর্শদাতা হওয়ার আহ্বান জানান। যার ফলে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা তাদের নীতি-নৈতিকতা ভিত্তিক উপযুক্ত শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।

এনডিইউবি’র রেজিস্ট্রার-ইন-চার্জ ড. ফাদার লেনার্ড শংকর রোজারিও, সিএসসি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গায় অবস্থিত যা একটি সংগম স্থানের মতো। ঢাকা বা ঢাকার বাইরের যেকোনো স্থানের শিক্ষার্থীরা সহজেই ক্যাম্পাসে পৌঁছাতে পারে। আগামী দিনে মেট্রো-রেলের সুবিধাও ভোগ করতে পারবে।

যৌথভাবে আমরা শিক্ষকরা আমাদের শিক্ষার্থীদের গভীরভাবে দেখার যোগ্যতাসম্পন্ন করে তুলি এবং সে অনুযায়ী কাজ করার সাহস যোগাই। আমরা বিশ্বাস করি যে আমাদের শিক্ষার্থীরা এখানে বিশ্বব্যাপী চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য যথেষ্ট যোগ্য হিসাবে গড়ে উঠবে, ফাদার শংকর যোগ করেন।

নবীন বরণ অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত গাওয়াসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ল্যাংগুয়েজ সেন্টারের ডিরেক্টর ফাদার টম ম্যাকডরমেট, সিএসসি অনুষ্ঠান সঞ্চালনা করেন।

এসএসএইচ