চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের নিচ তলার মিলনায়তনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  শনিবার (১৪ মে) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

বৈদ্যুতিক শর্টসার্কিটের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পরে গ্রন্থাগারের কর্মকর্তা-কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।


 
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, লাইব্রেরির অডিটোরিয়ামে আগুন লেগেছিল। সুইচবোর্ডে বৃষ্টির পানি পড়ায় হয়তো শর্টসার্কিট হয়েছিল। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। 

রুমান/আরএআর