দ্রুততম সময়ের মধ্যেই ঢাকা কলেজে ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়৷ শনিবার (১৪ মে) সন্ধ্যায় তিনি এ কথা জানান। 

আল নাহিয়ান খান জয় বলেন, দ্রুততম সময়ের মধ্যেই ঢাকা কলেজে ছাত্রলীগের কমিটি ঘোষণা করার প্রক্রিয়া চলছে। ঢাকা কলেজে দীর্ঘদিন আগে একটি আহ্বায়ক কমিটি ছিল। আমার মনে হয় সেই কমিটির অনেকেই এখন রাজনীতিতে নেই। তাই সাংগঠনিক শৃঙ্খলা ও শক্তি বাড়ানোর জন্য কমিটি প্রয়োজন। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যেই কমিটি ঘোষণা করতে পারব।

দীর্ঘদিন ঢাকা কলেজে কমিটি না থাকার কারণে নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, দীর্ঘদিন ঢাকা কলেজে কমিটি না থাকার ফলে নেতৃত্বের যে শূন্যতা তৈরি হয়েছে আমরা তা পূরণ করার চেষ্টা করছি৷ আমরা যোগ্য নেতৃত্বের মাধ্যমে ঢাকা কলেজে ছাত্রলীগের অচলাবস্থা নিরসন করব।

তবে দ্রুততম সময় বলতে ঠিক কত দিনের মধ্যে কমিটি ঘোষণা করা হবে সেটি নির্দিষ্ট করেননি জয়।

প্রসঙ্গত, ঢাকা কলেজে সর্বশেষ ২০১৬ সালের ১৭ নভেম্বর তিন মাসের জন্য নুর আলম ভূইয়া রাজুকে আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছিলেন ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। এরপর ২০১৭ সালের ২২ জানুয়ারি দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজ শাখার ছাত্রলীগের আহ্বায়কসহ ১৯ নেতাকর্মীকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। সেই তিন মাসের আহ্বায়ক কমিটি দিয়েই এখনও চলছে ছাত্রলীগের ঢাকা কলেজ ইউনিট।

আরএইচটি/এসএসএইচ