জলবায়ু পরিবর্তন নিয়ে ঢাবিতে আন্তর্জাতিক সম্মেলন শুরু ১৮ মে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ‘জলবায়ু পরিবর্তন ও দক্ষিণ এশিয়ায় খাদ্য নিরাপত্তা (সিসিএফএস)’ শীর্ষক ৩ দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন আগামী ১৮-২০ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ ১৮ মে বিকেল ৫টায় ভার্চুয়ালি সংযুক্ত থেকে এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ফ্রান্সের LEMiRE-BIAM-CNRS-এর যৌথ উদ্যোগে এই সম্মেলন আয়োজন করা হচ্ছে।
বিজ্ঞাপন
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এইচআর/এনএফ
বিজ্ঞাপন