ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংস্কৃতিক সংসদের আয়োজনে অনুষ্ঠিত হলো উপস্থাপনা র্কমশালা। দুই দিনব্যাপী এ কর্মশালা শনিবার (২১ মে) শেষ হয়েছে।

ব্যক্তিগত ও পেশাগত জীবনে নিজেকে উপস্থাপন, সিভি তৈরি ও পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন, মিডিয়া জগতে ক্যারিয়ার গঠন, সংবাদ উপস্থাপনা, মঞ্চ ও টেলিভিশন উপস্থাপনা, রেডিও জকিং, টিভি রিপোর্টিং, ধারাভাষ্য ও কর্পোরেট প্রেজেন্টেশনসহ উপস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষক হিসেবে ছিলেন দেশের শিক্ষা, গণমাধ্যম ও কর্পোরেট জগতের প্রতিষ্ঠিত ব্যক্তিরা।

গতকাল (শুক্রবার) দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ আয়োজিত এ কর্মশালার উদ্বোধনী পর্বের মধ্য দিয়ে দু’দিনের কর্মশালা শুরু হয়। উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক উপাচার্য ড. মিজানুর রহমান এবং গ্লোবাল টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রেজা। প্রশিক্ষক হিসেবে আমন্ত্রিত হয়ে এসেছিলেন ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস এবং অপরাধবিজ্ঞান বিভাগের প্রভাষক সুমাইয়া ইকবাল।

দ্বিতীয় দিনের সেশনে প্রশিক্ষক হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন একাত্তর টিভির উপস্থাপক ও সাংবাদিক নাজনীন মুন্নী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক, সংবাদ উপস্থাপক ও আবৃত্তিশিল্পী রাগীব রহমান, গ্লোবাল টেলিভিশনের এসাইনমেন্ট এডিটর ও ক্রাইম চিফ আনিসুর রহমান সাব্বির, টেলিভিশন উপস্থাপক ও অভিনয়শিল্পী মৌসুমী মৌ, যমুনা টেলিভিশনের অনুষ্ঠান সঞ্চালক ও চলচ্চিত্র অভিনেতা জুলহাজ্জ জুবায়ের, সিন্দাবাদ ডট কমের প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান প্রমুখ। সকাল ১০টা থেকে শুরু হওয়া দ্বিতীয় দিনের সেশন সন্ধ্যা সাড়ে ৭টায় শেষ হয়।
 
কর্মশালা প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সভাপতি সাদিয়া আশরাফী থিজবী বলনে, চাকরির ক্ষেত্রে হোক বা ক্লাসে, জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেকে সবার থেকে আলাদাভাবে উপস্থাপন করা আজকাল খুবই গুরুত্বর্পূণ হয়ে দাঁড়িয়েছে। কোনো বিষয়ে সবার সামনে নিজের ধারণা উপস্থাপন করতে উপস্থাপনার দক্ষতা থাকা ও আত্মবিশ্বাসী হওয়া খুবই প্রয়োজন। সাংস্কৃতিক পরিমণ্ডলেও এর বিকল্প নেই। শিক্ষার্থীদের এ বিষয়ে প্রশিক্ষিত করে তাদের আগামীর পথ সহজ করে দেওয়ার প্রত্যাশায় আমাদের এই আয়োজন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ প্রতিষ্ঠার শুরু থেকেই বিশ্ববিদ্যালয়ে সুস্থ সাংস্কৃতিক ধারা অক্ষুণ্ণ রেখে মুক্তবুদ্ধির্চচা ও শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

ওএফ