ইসলামিক স্টাডিজ ডিবেটিং ক্লাব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উদ্যোগে শুরু হয়েছে চতুর্থ বিতর্ক কর্মশালা ও আন্তঃসেশন বিতর্ক বিতর্ক প্রতিযোগিতা ২০২২।

সোমবার (৩০ মে) জবির ইসলামিক স্টাডিজ বিভাগের ১০১২ নম্বর কক্ষে দুই দিনের বিতর্ক কর্মশালার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। কর্মশালায় অংশ নেন জবির ইসলামিক স্টাডিজ বিভাগের নবীন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের ইসলামিক স্টাডিজ ডিবেটিং ক্লাবের সভাপতি রাফিয়া রহমানের সভাপতিত্বে সকাল ৯টায় ক্লাবের মডারেটর ড. নজরুল ইসলাম কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল। বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল ওয়াদুদ ছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষকরা এতে উপস্থিত ছিলেন।
 
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন জবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. নিবেদিতা রায় এবং ইসলামি স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. নজরুল ইসলাম। প্রশিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে সনাতনী বিতর্ক, বিতর্কের ইতিহাস, বাস্তব জীবনে বিতর্কের বিভিন্ন উপকারী দিক নিয়ে আলোচনা করেন। 

একটি প্রদর্শনী বিতর্কের মধ্য দিয়ে দুপুর ১২টায় কর্মশালার প্রথম দিনের কার্যক্রম শেষ হয়।

এমটি/আরএইচ