ঢাবি ভর্তি পরীক্ষা : মেয়ে পড়ছেন, পরম মমতায় বাতাস করছেন মা
‘মা’ শব্দটার মধ্যে এক অন্যরকম শান্তি পাওয়া যায়। সেই শান্তি পৃথিবীর অন্য কোনো শব্দে বা বস্তুতে মেলে না। এই পৃথিবীতে যদি নিঃস্বার্থ কোনো ভালোবাসা থেকে থাকে তাহলে সেটা মায়ের ভালোবাসা। মায়ের ভালোবাসার সঙ্গে আর কোনো কিছুর তুলনা হতে পারে না।
তেমনি এক মায়ের ভালোবাসার মুহূর্ত ধরা পড়ে ঢাকা পোস্টের ক্যামেরায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতকের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটে ভর্তিচ্ছু মেয়েকে পাখা দিয়ে পরম মমতায় বাতাস করছেন তাহমিনা আক্তার। পেশায় তিনি একজন গৃহিণী, এসেছেন মিরপুর থেকে।
বিজ্ঞাপন
শনিবার (১১ জুন) পরীক্ষার হলে প্রবেশের পূর্ব মুহূর্তে বুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দৃশ্য দেখা যায়।
জিজ্ঞেস করতেই মুচকি হেসে ঢাকা পোস্টকে বলেন, মেয়ে পরীক্ষা দিতে এসেছে তার সঙ্গেই এসেছি। যাতে তাকে রিলাক্স রাখা যায়, যাতে সে হতাশ হয়ে না পড়ে, সে চেষ্টা করছি। আজ অনেক গরম তাই তাকে বাতাস করছিলাম। তার ব্রেনটা ঠান্ডা থাকুক, সুস্থ থাকুক, সুন্দর করে পরীক্ষা দিয়ে আসুক এটাই আমার প্রত্যাশা।
বিজ্ঞাপন
তিনি বলেন, স্বপ্ন আছে মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর। সেও রাত জেগে পড়েছে, সর্বোচ্চ চেষ্টা করেছে। বাকিটা আল্লাহ ভরসা।
তাহমিনার আক্তারের মেয়ের নাম আফরিন ইসলাম। সে ঢাকা কমার্স কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। জানতে চাইলে তিনি বলেন, প্রস্তুতি ভালো নিয়েছি। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আমার জন্য দোয়া করবেন।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতকের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ইউনিটে মোট আসন রয়েছে ১ হাজার ৩৩৬টি। এর বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন ৭৮ হাজার ২৯ জন। সে হিসেবে আসনপ্রতি লড়বে ৫৮ জন ভর্তিচ্ছু।
গত ৩ জুন (শুক্রবার) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিট এবং ৪ জুন (শনিবার) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর গতকাল ১০ জুন (শুক্রবার) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ আগামী ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) অনুষ্ঠিত হবে।
এইচআর/এসএম