রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর লাশ ছাত্রাবাস থেকে উদ্ধার করা হয়েছে। রোববার (২১ ফেব্রুয়ারি) সাড়ে ১০টায় নগরীর অক্ট্রয় মোড়ের লোটাস ছাত্রাবাস থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

ওই শিক্ষার্থীর নাম সাক্ষর সাহা (২৩)। তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ফরিদপুর সদর উপজেলায়।

পুলিশ ও তার বন্ধু সূত্রে জানা গেছে, সকালে সাক্ষর ঘুম থেকে উঠতে দেরি করে। পরে বন্ধুরা এসে ডাকাডাকি করে সাড়া পাওয়া না পাওয়ায় ভেন্টিলেটর ভেঙে দরজা খুলে ভেতরে ঢুকে। এরপর অচেতন অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোহেল রানা নামের তার এক সহপাঠী বলেন, ‘রাতে সাক্ষর স্বাভাবিকভাবে ঘুমিয়ে আর উঠেনি। আমি যতটুকু জানি সে রাত ৩টার দিকে ঘুমিয়েছিল। আগে থেকে সে অসুস্থ ছিল না। সকাল ১০টার দিকে কিছু বন্ধু গিয়ে দরজায় নক করে, সে দরজা খুলে না। পরে আমরা তার লাশ উদ্ধার করি।’

এ বিষয়ে নগরীর মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ‌‘এখনও তার মৃত্যুর কারণ জানা যায়নি। পুলিশ আসার আগেই লাশ মেডিকেলে নিয়ে গেছেন শিক্ষার্থীরা। তাকে মর্গে রাখা হয়েছে। ঘটনা পর্যবেক্ষণের পর বিস্তারিত জানা যাবে।’

এমএসআর