উপাচার্য ভবনের সামনে অবস্থান নিয়েছেন শাবি শিক্ষার্থীরা
হলের সামনে শিক্ষার্থীদের অবস্থান
দ্রুততম সময়ের মধ্যে আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে উপাচার্যের ভবনের সামনে অবস্থান নিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে উপাচার্যের ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
আগামীকাল রোববার সকাল ১০টার মধ্যে হল খুলে দেওয়া এবং এক ঘণ্টা মধ্যে প্রশাসনের সিদ্ধান্ত জানানোর আলটিমেটাম দিয়ে সন্ধ্যা সাড়ে ছয়টায় উপাচার্য বরাবর দরখাস্ত দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় দাবি না মেনে নিলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।
বিজ্ঞাপন
এরপর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা।
এর আগে বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় হল খোলার দাবিতে বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড তুলে ধরেন তারা।
বিজ্ঞাপন
এরপর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার এবং ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
এ বিষয়ে অধ্যাপক রাশেদ তালুকদার ঢাকা পোস্টকে বলেন, শিক্ষার্থীদের দাবি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারের উচ্চ মহলের সঙ্গে যোগাযোগ করছে।
প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি হল না খুলে দিয়েই মার্চের প্রথম সপ্তাহ থেকে প্রথম তিন বর্ষের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর থেকেই পরীক্ষা শুরুর আগে হল খুলে দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।
এমএএস/এনএ