ভাষাশহীদদের প্রতি সতিকসাসের শ্রদ্ধা
ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সতিকসাসের সদস্যরা। ছবি : ঢাকা পোস্ট
একুশে ফেব্রুয়ারি বাঙালির জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ একদিন। ১৯৫২ সালের এই দিনে রক্তের বিনিময়ে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠা করা হয়। বিশ্বব্যাপী একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে।
এই উপলক্ষে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস)।
বিজ্ঞাপন
রোববার সকালে শহীদ বেদীতে তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফ হোসেনের উপস্থিতিতে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এই সময় তাদের নেতৃত্ব দেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ।
শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির প্রশিক্ষণ ও সাংস্কৃতিক সম্পাদক আল ইমরান, নাজমুল হুদা, মামুন সোহাগ, শাহাদাত হোসেন নিশাদ, রাব্বি হাসান, মেহেরুজ্জামান সেফু, নিফাত সুলতান, মাঈদুল ইসলাম, মামুনুর রহমান হৃদয়, বিনায়েক রহমান কীর্তি প্রমূখ।
বিজ্ঞাপন
এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোববার সংগঠনটি ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করেছে।
এমএইচ