১৯ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর হামলা চালান স্থানীয়রা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আশুলিয়া থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (২১ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (অপারেশন্স) আব্দুর রশিদ ঢাকা পোস্টকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হয়েছে। এতে অজ্ঞাত ২৫০ জনকে আসামি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাবিষয়ক কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের নির্দেশে প্রশাসনের পক্ষ থেকে বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেছি। মামলায় অজ্ঞাত ২৫০ জনকে আসামি করেছি। 

এর আগে সকালে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ তুলে জড়িতদের চিহ্নিত করে মামলা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত ১১ ফেব্রুয়ারি ক্রিকেট খেলাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। সে সময় স্থানীয় কিছু ছাত্রলীগ সমর্থিত নেতার গায়ে হাত তোলেন শিক্ষার্থীরা। যদিও পরবর্তী সময়ে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়।

কিন্তু এলাকার ছাত্রলীগ নেতারা সমাধানে বসতে রাজি হননি। এরই প্রেক্ষিতে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) শিক্ষার্থীদের ওপর হামলা চালান স্থানীয়রা। এ সময় বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় মসজিদগুলোতে মাইকিং করে স্থানীয়দের জড়ো করা হয়। এ ঘটনায় অন্তত ৪০ জন শিক্ষার্থী আহত হন। এর মধ্যে ১১ জন গুরুতর আহত হয়েছেন।

এএম/আরএআর