সাত কলেজের পরীক্ষা স্থগিতের প্রতিবাদে নীলক্ষেতে সড়ক অবরোধ
নীলক্ষেতে মানববন্ধন করেছে সাত কলেজের শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের চলমান সব পরীক্ষা স্থগিতের প্রতিবাদে নীলক্ষেতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে সাত কলেজের শিক্ষার্থীরা ৷ এর আগে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের বৈঠকে পরীক্ষা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত হয়।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে তারা। শিক্ষার্থীরা বলছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের হঠকারী সিদ্ধান্তের তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তারা নীলক্ষেত মোড়ে দাঁড়িয়েছে। দেশের সব মার্কেট অন্যান্য প্রতিষ্ঠান খোলা থাকলেও শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিতে ঠেলে দিচ্ছে।
বিজ্ঞাপন
ঢাকা কলেজের শিক্ষার্থী সাইফুল বলেন, ‘আমাদের চলমান পরীক্ষা অবশ্যই নিতে হবে। শুধু পরীক্ষার জন্য আমরা গ্রাম থেকে ঢাকা এসেছি। এমন হয়রানি মেনে নেওয়া হবে না। অবিলম্বে চলমান পরীক্ষা নিতে হবে।’
বিজ্ঞাপন
এদিকে হঠাৎ সড়ক অবরোধের ফলে মিরপুর রোডে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়াও যেকোনো ধরণের উদ্ভূত পরিস্থিতি ঠেকাতে নীলক্ষেত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) মাকসুদ কামালের নেতৃত্বে সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বিষয়টি ঢাকা পোস্ট-কে নিশ্চিত করেছেন সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকার। তিনি বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আমাদের (সাত কলেজের) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরবর্তী তারিখ যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
এর আগে, সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি সিদ্ধান্তের আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এরপরই সাত কলেজের চলমান পরীক্ষাগুলো হবে কি-না এ বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়। সাত কলেজের পরীক্ষাগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার জরুরি সভায় বসে ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজের সংশ্লিষ্টরা। সেখানে এই সিদ্ধান্ত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
প্রসঙ্গত, বর্তমানে সরকারি সাত কলেজের ২০১৯ সালের স্নাতক চতুর্থ বর্ষ, ২০১৯ সালের স্নাতক তৃতীয় বর্ষের লিখিত পরীক্ষা এবং ২০১৭ সালের মাস্টার্স শেষ পর্বের মৌখিক পরীক্ষা চলমান রয়েছে। এছাড়া পূর্বঘোষিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি থেকে ডিগ্রি তৃতীয় বর্ষ ও ১০ মার্চ থেকে স্নাতক দ্বিতীয় বর্ষের (বিশেষ) পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
ওএফ