শিফট পদ্ধতি বাতিলের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অমর একুশ পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করছেন ভর্তিচ্ছু দুই শিক্ষার্থী। মঙ্গলবার (২ আগস্ট) সকাল থেকে মাদারীপুর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের শিক্ষার্থী শোভন রায় এ অবস্থান কর্মসূচি শুরু করেন।

পরবর্তীতে তার সাথে যুক্ত হন আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষার্থী তানভির নেওয়াজ।

এ দুই শিক্ষার্থীর দাবি একক প্রশ্নপত্রে ভর্তিচ্ছুদেরকে মূল্যায়ন করতে হবে। এ ছাড়া শিফটের কারণে যে বৈষম্য তৈরি হচ্ছে সেটাকে অতি দ্রুত বাতিল করতে হবে।

এ ব্যাপারে ভর্তিচ্ছু শিক্ষার্থী শোভন রায় বলেন, জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষার যে 'শিফট' পদ্ধতি এটা এক ধরনের বৈষম্য। এতে কোনোভাবেই শিক্ষার্থীর মেধার সঠিক যাচাই হয় না। কোনো শিফটের পরীক্ষা সবচেয়ে সহজ হয়, আবার কোনো শিফটে পরীক্ষা একদম কঠিন হয়। 

এতে একেক শিফট থেকে অনেক বেশি শিক্ষার্থী চান্স পায় আর অন্য শিফট থেকে কম চান্স পায়। আমি চাই বিশ্ববিদ্যালয়ের যে শিফট পদ্ধতিতে পরীক্ষা হয় এটা বাতিল করা হোক। আমি মূলত চাই, একক প্রশ্নপত্রে মূল্যায়নটা করা হোক।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, আমরা আস্তে আস্তে এটি কমানোর চেষ্টা করছি। আগামীতে শিফট কমিয়ে আনার ব্যাপারে উদ্যোগ নিব।

মো. আলকামা/আরআই