শফিকুল ইসলাম, জয়শ্রী সেন ও মুর্শিদ আলম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সহকারী প্রক্টর পদে তিন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শেখ আবদুস সালাম তাদের নিয়োগ দিয়েছেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নিয়োগপ্রাপ্তরা হলেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুর্শিদ আলম এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন।

এর আগে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমান, আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাছির উদ্দীন আযহারী এবং ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন এ পদে দায়িত্ব পালন করেছেন। ২২ ফেব্রুয়ারি তাদের মেয়াদ শেষ।

মঙ্গলবার থেকে নতুন তিন সহকারী প্রক্টরকে এক বছররে জন্য দায়িত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শেখ আবদুস সালাম। নিয়োগপ্রাপ্তরা বিশ্ববিদ্যালয়ের বেতন কাঠামো অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

এএম