ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ (৬০তম) অধ্যাপক মোহাম্মদ হাসান আলী মারা গেছেন। শনিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজধানীর উত্তরায় নিজ বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

অধ্যাপক হাসান আলীর ভাগনে নাফিস ইনতিসার বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা কলেজের সাবেক এই অধ্যক্ষ দীর্ঘদিন ধরে কিডনি ও বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। হাসপাতালে বেশ কয়েকবার ভর্তি হয়ে চিকিৎসাও নিয়েছেন তিনি৷ আজ সকালে নিজ বাসায় তার মৃত্যু হয়৷ বিকেলেই উত্তরার ১২ নম্বর সেক্টরে তার নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে৷

অধ্যাপক মোহাম্মদ হাসান আলী ঢাকা কলেজের ৬০তম অধ্যক্ষ ছিলেন। তিনি ১ ডিসেম্বর ২০০২ থেকে ৮ ডিসেম্বর ২০০২ সাল পর্যন্ত ৮ দিন ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন৷ মৃত্যুকালে স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন। তিনি পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে শিক্ষার্থীদের কাছে ব্যাপক সমাদৃত ছিলেন।

আরএইচটি/এসকেডি