মালয়েশিয়া ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
মালয়েশিয়ায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন মালয়েশিয়া’ (ডুয়াম) এর নতুন কমিটি গঠিত হয়েছে।
নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে ১৯৮৭-৮৮ ব্যাচের সমাজ বিজ্ঞানের শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন নাহারকে সভাপতি ও ২০০৯-১০ সেশনের বাংলা বিভাগের আতিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞাপন
নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি হিসেবে আব্দুস সোবহান শেখ, নাসির উদ্দিন, মনজুর মুর্শেদ দিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক- শারমিন ইসলাম (অপর্ণা), মুশফিকুর রহমান রিয়াজ, অর্থ সম্পাদক, শবনম রহমান, অফিস সম্পাদক ফাওজিয়া মালিক, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক জিয়াউর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক ড আবদুল্লাহ আল মাসুদ, প্রচার সম্পাদক জান্নাত তুষ্টি, কালচারাল সম্পাদক, আফরোজা শিমু এবং কার্যকরী সদস্য হিসেবে খালিদ হোসেন ও জুলফিকার কমিটিতে স্থান পেয়েছেন।
উল্লেখ্য, চলতি বছরের ২২ এপ্রিল ডুয়াম অফিসিয়ালি যাত্রা শুরু করে। যদিও এর কার্যক্রম শুরু হয় ২০১৮ সাল থেকে। ডুয়াম মালয়েশিয়ার মাটিতে নানা ধরনের কার্যক্রম করে।
বিজ্ঞাপন
এইচআর/এসকেডি