কমিটি বিলুপ্তিকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনার ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল সোমবার (৩ অক্টোবর) থেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। ১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সব পরীক্ষাও স্থগিত করা হয়েছে। 

রোববার (০২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে চলমান উত্তেজনার বিষয়ে আলোচনা করা হয়। এতে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের হলসমূহ বন্ধ থাকবে। ছাত্রদের আজ সন্ধ্যা ৬টায় এবং ছাত্রীদের আগামীকাল সকাল ৯টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া আগামী ১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহ স্থগিত থাকবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজস্ব পরিবহন ব্যতীত সব ধরনের পরিবহন ক্যাম্পাসে প্রবেশ বন্ধ থাকবে।

প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্তিকে কেন্দ্র করে দুই পক্ষ অস্ত্র নিয়ে ক্যাম্পাসে মহড়া দেয়। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

আরএআর