ঢাবিতে সনদ ও নম্বরপত্রের ফি অনলাইনে দেয়া যাবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সব ধরনের সনদ ও নম্বরপত্রের ফি এখন থেকে অনলাইনে জমা দিতে পারবেন শিক্ষার্থীরা। রোববার (১৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের মতো প্রাক্তন শিক্ষার্থীরাও এখন থেকে সব ফি অনলাইনে জমা দিতে পারবেন।
বিজ্ঞাপন
ডিজিটাল সেবা প্রদান নিশ্চিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ পদক্ষেপের মধ্যদিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে অর্থ লেনদেনের ক্ষেত্র উন্মোচিত হলো বলে দাবি করছে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিভুক্ত ও উপাদানকল্প কলেজসমূহের শিক্ষার্থীদের ফিও অনলাইনে জমা নিতে প্রযুক্তিগত কাজ চলমান রয়েছে। অতি দ্রুত তা শেষ হবে।
এইচআর/এমএ