ব্রুনাইয়ের সুলতানের কাছে বাংলাদেশের চাওয়া সব বিষয়ের অনুমোদন দিয়েছেন বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ১৪তম নাফিয়া গাজী আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজকের দিনটি আমাদের খুব আনন্দের দিন। আজ ব্রুনাইয়ের মহীমহীম সুলতান আমাদের দেশে অবস্থান করছেন। তাদের সঙ্গে আমাদের অনেক প্রোগ্রাম ছিল আর সেগুলো খুবই সফল হয়েছে। ব্রুনাইয়ের সুলতানের এটিই প্রথম বাংলাদেশ সফর।

ড. মোমেন আরও বলেন, ব্রুনাইয়ের সুলতান আমাদের আথিতেয়তায় এত আনন্দিত যে ওনার আজ সন্ধ্যায় চলে যাওয়ার কথা ছিল কিন্তু বাংলাদেশকে ভালো লাগায় তিনি আজকের রাতটি এখানে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শেখ আরমান এবং সাধারণ সম্পাদক মাকসুদা তমা।

এইচআর/এমএ