নানা আয়োজনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্বর থেকে আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেখ রাসেল মিডিয়া চত্বরে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। 

এ সময় বেরোবিসাসের প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ, রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার আলমগীর চৌধুরী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক নুরুজ্জামান খান, বহিরাঙ্গন কার্যক্রম দপ্তরের পরিচালক সাব্বির আহমেদ চৌধুরী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক মাহামুদুল হক, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া,  তথ্য ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ বলেন, গণমাধ্যম হলো সমাজের দর্পণ। এর মাধ্যমে সমাজের চিত্রকে প্রদর্শন করা হয়। 

এ সময় তিনি সাংবাদিকদের মঙ্গল কামনা করেন এবং বিশ্ববিদ্যালয়কে ইতিবাচকভাবে উপস্থাপনের আহ্বান জানান। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির জন্য একটি অফিস কক্ষ দেওয়ারও প্রতিশ্রুতি দেন। 

আলোচনা সভা শেষে আনন্দঘন পরিবেশে বেরোবিসাসের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন উপাচার্য ড. হাসিবুর রশীদ।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৬ অক্টোবর ‘তথ্যই শক্তি’ স্লোগান নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি যাত্রা শুরু করে। এরপর নানা চড়াই-উৎরাই পেরিয়ে নবম বর্ষে পদার্পণ করল সংগঠনটি। 

শিপন তালুকদার/আরএআর