শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে দুপুরের ডাবল ট্রিপে আরেকটি বাস যুক্ত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল। এর আগে গত ২৯ মে একটি দ্বিতল বাস দিয়ে এ ডাবল ট্রিপ সার্ভিসটি চালু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের প্রশাসক ড. সিদ্ধার্থ ভৌমিক এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী বুধবার (২ নভেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ের একতলা বিশিষ্ট নিজস্ব এ বাসটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছেড়ে গুলিস্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর, টিএসসি, শাহবাগ, জবি ক্যাম্পাস রুটে চলাচল করবে।

দীর্ঘদিন ধরে এ রুটে বাস চলাচলের পরিকল্পনা এবার বাস্তবায়নের ফলে শিক্ষার্থীরা যানজটসহ নানা ভোগান্তি থেকে রেহাই পাবে বলে আশা করছে প্রশাসন।

এদিকে অন্য বাসটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে দয়াগঞ্জ হয়ে কমলাপুর থেকে খিলগাঁও রেলগেট পর্যন্ত যাবে। ফেরার পথে মালিবাগ-মৌচাক হয়ে গুলিস্তান দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবে।

এমএল/এমএইচএস