ক্যান্টিনের খিচুড়ি খেয়ে পরীক্ষার হলে অসুস্থ ঢাবি শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলের ক্যান্টিনের খিচুড়ি খেয়ে পরীক্ষার হলে আব্দুল হাকিম নামে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৪ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষে পড়েন। অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে তিনি ঢাকা পোস্টকে বলেন, আজ সকাল ৯টায় আমার ৮ম সেমিস্টারের ১ম ফাইনাল পরীক্ষা ছিল। তাই সকাল ৮টায় ক্যান্টিনে গিয়ে খিচুড়ি খাই। খাওয়ার আধা ঘণ্টা পর থেকে আমার ২০ মিনিট পরপর বমি হয়। পরীক্ষার হলেও ৬-৭ বার বমি হয়। খিচুড়ি খাওয়ার আগেও আমি সম্পূর্ণ সুস্থ এবং বমি হয়ে সব খিচুড়ি বের হওয়ার পর কিছুটা সুস্থ অনুভব করছি। অসুস্থ হয়ে পড়ায় পরীক্ষাও ভালোভাবে দিতে পারিনি।
বিজ্ঞাপন
এদিকে ক্যান্টিন মালিক আমির হোসেন ঢাকা পোস্টকে বলেন, ক্যান্টিনে প্রতিদিন অন্তত ১০০ জন শিক্ষার্থী খিচুড়ি খায়। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এমনও হতে পারে উনি আগে থেকে অসুস্থ থাকতে পারেন। তবে এমন ঘটনার জন্য আমরা দুঃখিত। আমরা চেষ্টা করি সাধ্যের মধ্যে ভালো খাবার পরিবেশন করতে। আমরা এখন থেকে আরও সচেতন থাকব।
এ বিষয়ে হল ছাত্রলীগের সভাপতি তানভীর সিকদার ঢাকা পোস্টকে বলেন, আগামীকাল আমরা এ বিষয়ে প্রভোস্ট স্যারের সঙ্গে কথা বলব এবং ক্যান্টিনের খাবারের মান যাচাই করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব।
বিজ্ঞাপন
তবে হলের সার্বিক বিষয়ে দেখভালের প্রধান দায়িত্বে থাকা হল প্রাধ্যক্ষ অধ্যাপক মজিবুর রহমানকে কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।
এইচআর/এমএ